মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৬ বিলিয়ন ডলারেরও বেশি শিক্ষা তহবিল আটকে দেওয়ায় ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, কেন্টাকিসহ ২৩টি অঙ্গরাজ্য একযোগে মামলা দায়ের করেছে।
অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেল এবং দুজন গভর্নর সোমবার রোড আইল্যান্ডে এই মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত এই তহবিল আটকে দেওয়ার সিদ্ধান্তটি "আইনবিরোধী, খামখেয়ালি এবং অসাংবিধানিক"।
এই তহবিল আটকে দেওয়ার ফলে অভিবাসী কৃষি শ্রমিক ও তাদের সন্তানদের শিক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ ও নিয়োগ, ইংরেজি ভাষা শিক্ষা, অ্যাকাডেমিক সমৃদ্ধি এবং স্কুল-পরবর্তী ও গ্রীষ্মকালীন বিভিন্ন কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা এবং কর্মসংস্থান-ভিত্তিক প্রশিক্ষণের জন্যও বরাদ্দকৃত অর্থ আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক বিবৃতিতে বলেন, "এটি ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের বিষয় নয়- এই অর্থ কংগ্রেস কেন্টাকির শিশুদের শিক্ষার জন্য বরাদ্দ করেছিল এবং তা নিশ্চিত করাই আমার কাজ।"
তিনি আরও বলেন, "কেন্টাকিতে ৯৬ মিলিয়ন ডলারের ফেডারেল শিক্ষা তহবিল ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের সন্তানদের এবং আমাদের ভবিষ্যৎ একটি শক্তিশালী শিক্ষার উপর নির্ভর করে, এবং এই তহবিলগুলো তাদের সাফল্য নিশ্চিত করার জন্য অপরিহার্য।"
আইন অনুযায়ী, গত ১লা জুলাইয়ের মধ্যে এই অর্থ রাজ্যগুলোকে দেওয়ার কথা থাকলেও, ৩০শে জুন ফেডারেল শিক্ষা দপ্তর রাজ্যগুলোকে জানায় যে তারা প্রশাসনের পরিবর্তনের কারণ দেখিয়ে ওই সময়সীমার মধ্যে অনুদান প্রদান করতে পারবে না।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ