মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং রাশিয়ার তেলের ওপর আকর্ষণীয় ছাড় কমে আসায় বড় ধরনের নীতি পরিবর্তন করেছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রধান তেল কোম্পানিগুলো রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশটি এখন জ্বালানি নিরাপত্তার জন্য নতুন উৎসের সন্ধান করছে।
ভারত ও রাশিয়ার মধ্যকার লাভজনক তেল বাণিজ্যে হঠাৎ করেই ছন্দপতন ঘটেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপিসিএল) মতো ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল পরিশোধন কেন্দ্রগুলো গত এক সপ্তাহে রাশিয়ার তেলের জন্য কোনো নতুন ক্রয়াদেশ দেয়নি।
এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, রাশিয়া তার তেলের ওপর যে শুল্ক ছাড় দিচ্ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে, ফলে ভারতীয় ক্রেতাদের জন্য রুশ তেল আর আগের মতো লাভজনক থাকছে না। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি। গত ১৪ জুলাই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়া যদি ইউক্রেনের সাথে শান্তিচুক্তি না করে, তবে রুশ তেল ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে।
এর আগে, গত বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প সরাসরি ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং রুশ তেল কেনার জন্য অতিরিক্ত জরিমানা আরোপের হুমকি দেন। ইরানের সাথে বাণিজ্য করার অভিযোগে ট্রাম্প প্রশাসন একাধিক ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
ডিবিসি/এফএইচআর