ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাবেন।
আজ মঙ্গলবার (১লা জুলাই) মন্ত্রীসভার এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেন নেতানিয়াহু।
বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাথেও দেখা করবেন। এছাড়াও তিনি জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সাথেও দেখা করবেন।
নেতানিয়াহু আরও বলেন, অপারেশন রাইজিং লায়ন-এ আমরা যে মহান বিজয় অর্জন করেছি তার পরিপ্রেক্ষিতে এই সফরে যাবেন তিনি। সাফল্যকে কাজে লাগানো সাফল্য অর্জনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের অভিযানের পর, সিরিয়ার সাথে একটি চুক্তির সম্ভাবনার উপর নতুন করে জোর দেওয়া হয়েছে, পাশাপাশি গাজা যুদ্ধের অবসান এবং সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি বিস্তৃত ব্যবস্থার খবরও প্রকাশিত হয়েছে।
নেতানিয়াহু আরও ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি। বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের এর আগে কয়েকটি বিষয় সম্পন্ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/ এএমটি