আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের সঙ্গে সম্পর্কে ফাটল, মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি'

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই জুলাই ২০২৫ ১০:৩১:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান অর্থদাতা, ধনকুবের ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। শনিবার মহাকাশ ও মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কর্ণধার মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।

মাস্ক বলেছেন যে ট্রাম্পের তথাকথিত "বড় ও সুন্দর" ট্যাক্স বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে।

 

এর মাত্র একদিন আগেই, মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ তার অনুসারীদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত কিনা। সেই জনমতের আবহেই শনিবার (৫ই জুলাই) তিনি একটি পোস্টে ঘোষণা করেন, "আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ 'আমেরিকা পার্টি' গঠন করা হলো।"

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন