আন্তর্জাতিক, অন্যান্য

ট্রাম্পের সাথে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান নোবেল ইনস্টিটিউটের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর নোবেল শান্তি পুরস্কারের আয়োজকরা তা প্রত্যাখ্যান করেছেন। নোবেল ইনস্টিটিউট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই পুরস্কার বাতিল করা, ভাগ করে নেওয়া বা হস্তান্তর করা সম্ভব নয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও অভিযানের মাধ্যমে ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো জানান, তিনি ভেনিজুয়েলার জনগণের পক্ষ থেকে তার নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিতে চান এবং তার সাথে ভাগ করে নিতে চান। 

 

মাচাদো বলেন, ট্রাম্প যা করেছেন তা ঐতিহাসিক এবং এটি গণতান্ত্রিক পরিবর্তনের দিকে একটি বিশাল পদক্ষেপ। ওয়াশিংটনে মাচাদোর সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, মাচাদোর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করা তার জন্য বড় সম্মানের বিষয় হবে।

 

তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট একটি বিবৃতিতে জানিয়েছে যে পুরস্কার হস্তান্তরের কোনো সুযোগ নেই। তারা জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যদের কাছে হস্তান্তর করা যায় না এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। আলফ্রেড নোবেলের উইল বা নোবেল ফাউন্ডেশনের বিধিমালার কোথাও পুরস্কার প্রত্যাহারের কোনো সুযোগ রাখা হয়নি।

 

নীতিগতভাবে, পুরস্কার পাওয়ার পর বিজয়ীরা কী বলেন বা করেন, সে বিষয়ে নোবেল কমিটি সাধারণত কোনো মন্তব্য করে না।

 

উল্লেখ্য, গত অক্টোবরে মাচাদো নোবেল বিজয়ী হিসেবে নাম লেখান এবং গত ডিসেম্বরে তিনি গোপনে ভেনিজুয়েলা থেকে পালিয়ে অসলোতে পৌঁছান। গত ৩ জানুয়ারি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন মাচাদো। তবে ট্রাম্প এখনো মাচাদোকে দেশটির নেতৃত্বে সমর্থন না দিয়ে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজের প্রতি ওয়াশিংটনের সমর্থন ব্যক্ত করেছেন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন