আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের সঙ্গে ব্যবসা করলেই গুণতে হবে ২৫% অতিরিক্ত শুল্ক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের এক নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক গুনতে হবে। ট্রাম্পের এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসা করলে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর এই ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে সরাসরি উল্লেখ করেন। তিনি এই আদেশকে ‘চূড়ান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও এই ‘ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের বাণিজ্যিক লেনদেনকে বোঝানো হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউজ বা ট্রাম্পের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

বর্তমান প্রেক্ষাপটে চীনের জন্য এই ঘোষণা বড় উদ্বেগের কারণ হতে পারে, যেহেতু তারা ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারতও ইরানের অন্যতম প্রধান ব্যবসায়িক সহযোগী হিসেবে তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতেই ট্রাম্প এই কৌশল গ্রহণ করেছেন।

 

গত কয়েকদিন ধরে ট্রাম্প ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছিলেন যে, ইরানি সরকার যদি বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এই শুল্ক আরোপের সিদ্ধান্ত সেই উত্তেজনারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্য অনুযায়ী, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ জন সদস্য নিহত হয়েছেন। নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন