জেলার সংবাদ

ট্রেনের সাথে ট্রলির সংঘর্ষে আহত ১

নাটোর প্রতিনিধি 

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২০ ১১:০৫:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে রাজশাহীগামী উত্তরা একপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ট্রলির চালককে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর রেল ট্রেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল ১০টা ১৫মিনিটে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সাথে সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে ট্রলি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এসময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে ট্রেন চলাচাল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ অরক্ষিত রেল গেটের কারনে মাঝে মধ্যেই এমন দূর্ঘটনা ঘটছে। এজন্য সরকারী ভাবে গেটম্যান দেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন