ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের খাগড়তলা গ্রামে সড়কের পাশে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯শে মে) সকালে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। এসময় তিনি চিৎকার করলে এলাকাবাসী এসে জড়ো হয় এবং পুলিশে খবর দেয় তারা। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম মোজাম্মেল হক (৩০)। তিনি উপজেলার নন্দগাঁও গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডিবিসি/এএনটি