বাংলাদেশ, জেলার সংবাদ

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে হঠাৎ উপচে পড়া ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৩:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁও এর পাসপোর্ট অফিসে পড়েছে পাসপোর্ট তৈরির হিড়িক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিদিন চার থেকে পাঁচশ জন আসছেন পাসপোর্ট করতে। সংশ্লিষ্টদের দাবি এদের মধ্যে প্রায় ৯০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ছে দীর্ঘ লাইন। কেউ এসেছেন নতুন পাসপোর্ট করতে, কেউ পুরোনো পাসপোর্ট রি-ইস্যু সংক্রান্ত বিষয়ে।এতে উপচে পড়া ভিড় সেবা প্রত্যাশীদের। 

 

কিছুদিন যাবৎ ভোর থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিরিয়ালের অপেক্ষায় থাকছে বিভিন্ন জায়গা থেকে আসা সেবা প্রত্যাশীরা। আগে যেখানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটির বেশি পাসপোর্ট এর আবেদন জমা পড়তো না তার বিপরীতে এখন কয়েক দিন ধরে  প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো পাসপোর্টের আবেদন জমা পড়ছে। আর আবেদনকারীদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের দাবি আতঙ্কেই অনেকেই দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

 

হঠাৎ পাসপোর্ট গ্রহীতাদের চাপ বেড়ে যাওয়ায় এবং জনবল কম থাকায় হিমশিম খেতে হচ্ছে পাসপোর্ট অফিসে কর্মরত অফিসারদের।

 

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো.রুকুনুজ্জামান ভূঞাঁ বলেন ভিড় সামলাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। ছুটির দিনেও রাত জেগে কাজ করতে হচ্ছে।

 

ডিবিসি/এসএইচ 

আরও পড়ুন