বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

ঠিক এক মাস পর দেখা যাবে চাঁদের আরেক রূপ: বছরের প্রথম সুপারমুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহাকাশপ্রেমীদের জন্য আবার সুখবর! ২০২৫ সালের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আগামী ৬ ও ৭ই অক্টোবরের রাতের আকাশে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, অক্টোবরের এই পূর্ণিমাটি ‘হারভেস্ট মুন’ নামেও পরিচিত। সাধারণত সেপ্টেম্বরের পূর্ণিমাকে এই নামে ডাকা হলেও, প্রতি তিন বছরে একবার অক্টোবরের পূর্ণিমা জলবিষুবের সবচেয়ে কাছাকাছি আসে, তাই এ বছর অক্টোবরের চাঁদটিকেই ‘হারভেস্ট মুন’ বলা হচ্ছে।

 

আন্তর্জাতিক সময় অনুযায়ী, চাঁদের পূর্ণিপূর্ণিমা অবস্থা বা সর্বোচ্চ আলোকচ্ছটা হবে বাংলাদেশ সময় অনুযায়ী ৭ই অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৪৭ মিনিটে। যেহেতু এই সময়ে বাংলাদেশে দিন থাকবে, তাই সর্বোচ্চ আলোকজ্জ্বল অবস্থার চাঁদ দেখা সম্ভব হবে না।

 

তবে সুপারমুনের প্রভাব পূর্ণিমার আগের ও পরের রাতেও বজায় থাকে। তাই বাংলাদেশে ৬ই অক্টোবর, সোমবার সন্ধ্যা থেকে শুরু করে ৭ই অক্টোবর, মঙ্গলবার রাত পর্যন্ত চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখাবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই সৌন্দর্য উপভোগ করা যাবে।

 

চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে (পেরিজি) আসে এবং একই সময়ে পূর্ণিমা থাকে, তখন তাকে সুপারমুন বলা হয়। এই বিশেষ সংযোগের ফলে চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখায়।

 

এ বছর আকাশপ্রেমীরা আরও দুটি সুপারমুনের সাক্ষী হবেন। অক্টোবরের পর বছরের দ্বিতীয় ও সবচেয়ে কাছের সুপারমুনটি দেখা যাবে ৫ই নভেম্বর। এরপর ৪ই ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সুপারমুনটি।

 

সুতরাং, অক্টোবরের শুরুতে রাতের আকাশে চোখ রাখার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারেন।

 

তথ্যসূত্র বিবিসি স্কাই নাইট ম্যাগাজিন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন