বাংলাদেশ, অর্থনীতি

ডলারের অস্বাভাবিক দরপতন ঠেকাতে মাঠে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২০শে জুলাই ২০২৫ ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডলারের দরপতন ঠেকাতে দীর্ঘ সময় ধরে ব্যর্থ হলেও এবার উল্টো টাকার মান বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে বাজার থেকে বাড়তি দামে ডলার কেনা হচ্ছে। বিশ্লেষক ও আমদানিকারকরাও কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে সমর্থন করছেন।

দীর্ঘদিন ধরে ডলারের সংকট ও ক্রমবর্ধমান দামের কারণে দেশের অর্থনীতি টালমাটাল ছিল। বিপুল অর্থ পাচারের কারণে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের দাম ৮৪ টাকা থেকে বেড়ে ১২৫ টাকায় পৌঁছেছিল। তখন কেন্দ্রীয় ব্যাংক নানা উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে ডলারের দাম কমানোর চেষ্টা করে।


তবে সম্প্রতি পাচার কমে আসা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের জোগান বেড়েছে, ফলে টাকার মান বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারক ও প্রবাসীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের অস্বাভাবিক দরপতন রোধে হস্তক্ষেপ করছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ডলারের দরপতন ঠেকানোর এই সিদ্ধান্ত ইতিবাচক। 

 

আমদানিকারকরাও মনে করছেন, ডলারের দরের অস্বাভাবিক পতন দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষতি করতে পারে, তাই স্থিতিশীলতা জরুরি। বর্তমানে আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকগুলোতে ডলারের মজুত বাড়ছে এবং বাংলাদেশ ব্যাংক সেই ডলার কিনে নিচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন