বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১০ই সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪০:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হলরুম বিজয়ী প্রার্থীদের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রকম্পিত হয়ে ওঠে। এই বিজয়কে ‘জুলাই প্রজন্মের বিজয়’ বলে অভিহিত করেছেন বিজয়ীরা। তারা সব ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ী ভিপি আবু সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদকে সমর্থকরা জড়িয়ে ধরে অভিনন্দন জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা তাদের উপর যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা তারা রক্ষা করবেন।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের দেওয়া অঙ্গীকারগুলো নবনির্বাচিতরা পূরণ করতে পারলেই এই বিজয় পরিপূর্ণতা পাবে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন