ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেও (জাকসু) বিজয়ী হয়েছেন এক দম্পতি। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তারা দুজনই নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।
এই দম্পতি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের নিগার সুলতানা। চলতি বছরের জুলাই মাসে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তারিকুল ইসলাম কার্যকরী সদস্য (পুরুষ) পদে ১,৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, তার স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (নারী) পদে ২,৯৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনের প্রায় ৪৪ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী তারিকুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদকের দায়িত্বে আছেন এবং নিগার বিশ্ববিদ্যালয়ের কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড (ফিমেল সেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন
এর মাত্র কয়েকদিন আগেই গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানেও ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে এক দম্পতি বিজয়ী হন। তারা হলেন ইংরেজি বিভাগের রায়হান উদ্দীন এবং তার স্ত্রী উম্মে ছালমা। ডাকসুতে রায়হান কার্যনির্বাহী সদস্য পদে এবং ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ডিবিসি/এফএইচআর