বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১০ই সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ই সেপ্টেম্বর) সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫৭০৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩৩৮৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩৮৮৩টি ভোট পেয়েছেন।

 

সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১০৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট। এছাড়া, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ২১৩১ এবং প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন।

 

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান ১১৭৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন