রাজনীতি, জেলার সংবাদ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২১শে এপ্রিল ২০২১ ০২:৪২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেইসবুক লাইভে আওয়ামী লীগ নেতা কর্মীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির কোতোয়ালী থানায় বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

পুলিশ জানায়, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। মামলার এজাহারে বলা হয়, নুরুল হক ১৪ই এপ্রিল তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন সেটি নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। এছাড়া উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন নুর।

এর আগে, ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানির অভিযোগে রাজধানীর শাহবাগ, পল্টন, সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন