বাংলাদেশ, রাজনীতি

ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক ও ফরহাদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত নেতারা সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদের নেতৃত্বে ডাকসুর প্রতিনিধিদল মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করেন। এ সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এজিএস মুহা. মহিউদ্দীন খান এবং কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ।

 

এর আগে, দিনের কার্যক্রমের শুরুতে ডাকসুর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা রাজধানীর রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে তারা ডাকসুর আরেক সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন।

 

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি, জিএস এবং এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয় লাভ করে।

 

নির্বাচনে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন