বাংলাদেশ

ডাকসু জয়ের পর রায়েরবাজারে ৭১’র শহিদদের শ্রদ্ধা জানাল শিবির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা রায়েরবাজারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর আগে, তারা জুলাই শহিদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার কথা জানান। এ সময় তারা বলেন যে, তারা '৭১ ও '২৪-এর শহিদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান।

 

পাশাপাশি, জুলাই শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা।

 

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, 'নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।'

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন