বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

ডাকসু নির্বাচনে আপিলের শেষ দিনে ৩২ জনের আবেদন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে আগস্ট ২০২৫ ০৫:০৮:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে প্রার্থীদের আপিলের শেষ দিনে ৩২ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন।

যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৪৭ জন প্রার্থীর মধ্যে দুপুর পর্যন্ত এই সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৫শে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং এর পরের দিন ২৬শে আগস্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্বাচনী উত্তাপে মুখর। প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু না করলেও নিজ নিজ প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, অনেক ভূয়া আইডি দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

এর আগে, বিভিন্ন পদে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২১শে আগস্ট যাচাই-বাছাই শেষে ৪৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ই সেপ্টেম্বর।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন