ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার এবং বাছাই প্রক্রিয়া শেষে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
জনসংযোগ দফতর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়। ফলে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪৭১-এ দাঁড়িয়েছে।
এবারের নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকা সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। এছাড়া, সাধারণ সম্পাদক (জিএস) পদের জন্য ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য ২৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবেন।
অন্যান্য সম্পাদকীয় পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী অর্থাৎ ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন কার্যকরী পরিষদের সদস্য পদের জন্য।
চূড়ান্তভাবে মনোনীত এই ৪৭১ জন প্রার্থীই এখন ২৮টি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনী প্রচারণায় অবতীর্ণ হবেন।
ডিবিসি/পিআরএএন