বাংলাদেশ, রাজনীতি

ডাকসু নির্বাচন: আধা ঘণ্টার নাটকীয়তায় কাটলো সংকট

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ ০৭:২২:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে নাটকীয়তার পর অবশেষে ভোটগ্রহণে আর কোনো বাধা রইলো না। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ মাত্র আধঘণ্টার ব্যবধানে স্থগিত করেছেন চেম্বার আদালত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক আপিলের ভিত্তিতে এ সিদ্ধান্ত আসায় ক্যাম্পাসে ছড়িয়ে পড়া উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে, তবে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্রার্থীরা।

 

ছয় বছর পর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রচার-প্রচারণায় ক্যাম্পাস মুখর, ঠিক তখনই সোমবার (১লা সেপ্টেম্বর) হাইকোর্ট এক প্রার্থীর রিট আবেদনের ভিত্তিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন। আর এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। একজন আইনজীবী এই স্থগিতাদেশকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দেন।

 

তবে এই উত্তেজনার মধ্যেই খবর আসে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিলের পর চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছেন। আইনজীবী শিশির মনির জানান, চেম্বার আদালতের এ আদেশের ফলে ডাকসু নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই। ভোটের মাত্র সাতদিন আগে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন