ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ২০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এদিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
সোমবার (২৫শে আগস্ট) এক সংবাদ সম্মেলনে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের সরে দাঁড়ানোর সুযোগ ছিল। যদিও আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি, এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা হল ও বিভাগগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এরই মধ্যে, স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম লঙ্ঘন করে রোকেয়া হলে অবস্থান করার জন্য ক্ষমা চেয়ে হল প্রভোস্টের কাছে চিঠি দিয়েছেন।
অন্যদিকে, মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে 'ডাকসু ফর চেঞ্জ' প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর নির্দিষ্ট কিছু দল বা প্যানেলের প্রভাব রয়েছে। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ক্যাম্পাসে ‘ট্যাগিং’ এর রাজনীতি বন্ধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ডিবিসি/আরএসএল