বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

ডাকসু নির্বাচন কাল; সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাবি প্রশাসন ও পুলিশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রায় ৪০ হাজার ভোটারের জন্য ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে।

ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই করা হয়েছে।


অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (অপারেশন) মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৮টি আবাসিক হলের প্রতিটিতে ১৩টি করে মোট ২৩৪টি হল সংসদ পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।


জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরেও অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১৯ সালের মতো এবারও ওএমআর ব্যালটে ভোটগ্রহণ করা হবে। পাশাপাশি, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, বিজয়ী প্রার্থীরা শিক্ষার্থীবান্ধব হবেন এবং সর্বদা তাদের পাশে থাকবেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন