ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। আগামী মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল প্রচার-প্রচারণা শেষ হচ্ছে।
শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগ্য প্রার্থীকে ভোট দিতে সব ভোটারকে কেন্দ্রে আসার আহ্বান জানান। তবে নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যারা সকলের অধিকার নিয়ে কাজ করবে, ভোটারদের উচিত তাদেরকেই নির্বাচনে বিজয়ী করা। অন্যদিকে, সচেতন শিক্ষার্থী সংসদের সদস্য পদপ্রার্থী নূরুল জান্নাত মান্নাও ভোটারদের কাছে তাদের প্যানেলের জন্য ভোট চেয়েছেন।
ডিবিসি/আরএসএল