বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ভোট হবে হলের বাইরেও

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৬:২৩:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ই সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে একটি বড় পরিবর্তন আনা হয়েছে; প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

তফসিল অনুযায়ী, আগামী ১১ই আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর পরদিন, অর্থাৎ ১২ই আগস্ট থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। সর্বশেষ ২০১৯-২০ সেশন থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবারের ডাকসু নির্বাচনে প্রার্থী হতে এবং ভোট দিতে পারবেন। 

 

উল্লেখ্য, দেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি ভিন্ন প্রেক্ষাপটে এবারের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন