ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯শে নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
রাফিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে গান পাউডার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে ঘটনার পরপরই বাসার লোকজন আগুন দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনায় পুরো পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খন্দকার জুলকারনাইন জানান, আগুন ও বিস্ফোরণের বিষয়টি দ্রুত টের পাওয়ায় বড় কোনো অঘটন ঘটেনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ডিবিসি/এএমটি