বাংলাদেশ, জাতীয়

ডাকসু সদস্য সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগত কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করানোর অভিযোগে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার প্রাথমিক সত্যতা ও জনরোষের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।


গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায়, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে তাদের সামনে পায়চারি করছেন এবং তদারকি করছেন।


বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, সর্বমিত্র চাকমাকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে বা দোষ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ ধরনের 'শারীরিক লাঞ্ছনা' বা 'কান ধরে উঠবস' করানোর মতো শাস্তিকে মানবাধিকার লঙ্ঘন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির পরিপন্থী হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন