বাংলাদেশ, বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

ডিবিসি নিউজসহ ৬টি বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেলের ভারতে প্রদর্শনে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০২:৪৭:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজসহ মোট ৬টি বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেলের ভারতে প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে।

জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব।

 

আজ শনিবার ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার আরও ৬ চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব।

 

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ডিবিসি নিউজ, যমুনা টিভি, বাংলাভিশন, একাত্তর টিভি, সময় টিভি এবং মোহনা টিভিসহ অন্তত ৬টি ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয় এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।

 

ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।

 

এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন