বাংলাদেশ, রাজনীতি

'ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে মে ২০২৫ ০৮:৫৫:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলেও স্পষ্ট জানিয়ে দেন নেতারা। এছাড়া জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই শীর্ষ নেতা।

(২৪শে মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় বিএনপির শীর্ষ নেতাদের। তবে বৈঠক শেষে কিছুটা হতাশ মনে হয় নেতাদের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭শে মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার নিশ্চিতে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। তারা আরও জানান, নির্বাচন ডিসেম্বরে না হলে বিএনপির পক্ষে এই সরকারে প্রতি সহযোগীতা অব্যাহত রাখা কঠিন হবে।  

 

এদিকে আজ (২৭শে মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।  

 

দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা বিএনপির।

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন