সব কাজ সম্পন্ন করে চলতি ডিসেম্বর মাসেই ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
বিসিএসে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শূন্যপদ না থাকায় নন-ক্যাডারের অপেক্ষায় থাকতে হয় অনেক প্রার্থীকে। ফলে আনন্দ রূপ নেয় বিষাদে। হতাশায় ভোগেন অপেক্ষায় থাকা এসব প্রার্থী।
বিষয়টি বিবেচনায় রেখে ৪৩তম বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি ডিসেম্বরেই ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার একাধিক কর্মকর্তা।
পিএসসি সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ৪৩তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে নন-ক্যাডারের পদে পছন্দক্রম নেওয়া হবে। সব কাজ শেষ করে চলতি মাসেই ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে।
জানা গেছে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৯ অক্টোবর। পিএসসি লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে ২০২২ সালের জুলাইয়ে। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন প্রার্থী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জনকে চূড়ান্ত নিয়োগ করা হবে।
ডিবিসি/আরপিকে