দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী।
বুধবার (৩রা ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে একজনের।
হাসপাতালে ভর্তি রোগীর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, যার সংখ্যা ১০৬ জন। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ৪৯০ জনসহ চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯১ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে। এছাড়া বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের দিক থেকেও ভিন্ন চিত্র দেখা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯৬ হাজার ৬৭ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাইরে বরিশাল বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮১৭ জন। অন্যদিকে, সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, যার সংখ্যা ৩৮৬ জন।
ডিবিসি/এএমটি