বাংলাদেশ, রাজধানী

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে আগস্ট ২০২৫ ০৫:২৩:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছর ইতোমধ্যেই ডেঙ্গুতে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরের জুলাইয়ে যখন মিরপুর ও মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, এই অবস্থায় ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে ‘স্বপ্ন’।

প্রতিষ্ঠানটি সম্প্রতি  মিরপুর ও মোহাম্মদপুরে এলাকায় আয়োজন করে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। লক্ষ্য ছিল একটাই-গ্রাহক ও আশপাশের পরিবারগুলোকে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র শনাক্ত করতে সহায়তা করা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা।

 

স্বপ্ন এই ক্যাম্পেইনে ২ হাজার লিফলেট বিতরণ করে, যেখানে সহজে ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়েছে।

 

একই সঙ্গে স্বপ্নর ২০ জন স্টাফ সক্রিয়ভাবে অংশ নিয়ে এলাকা পরিষ্কার করেন-নারকেলের খোসা, পলিব্যাগ, ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলেন এবং সম্ভাব্য প্রজননস্থলগুলোতে স্প্রে করেন মশা নিধনের ওষুধ। সবকিছুই সম্পন্ন করা হয় নিরাপত্তা প্রটোকল মেনে, মাস্ক ও গ্লাভস ব্যবহার করে।

 

স্থানীয় বাসিন্দারা স্বপ্নের উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, মশক নিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্যও বিক্রি করে ‘স্বপ্ন’ ।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন