বিনোদন, বিবিধ

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শবনমের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই আগস্ট ২০২৫ ০৮:১১:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ।

ষাট থেকে আশি এই তিন দশক রুপালি পর্দা কাঁপানো এই অভিনেত্রীর বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায় তুলে ধরতে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। রূপনগরের রাজকন্যা খ্যাত এই অভিনেত্রীর জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

 

মাত্র ১৫ বছর বয়সে ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয়। তবে এর আগেই খ্যাতিমান পরিচালক এহতেশামের এদেশ তোমার আমার চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল।

 

 

১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র চান্দা তে অভিনয়ের পর সমগ্র পাকিস্তানে তার তারকাখ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে তিনি হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, নাচের পুতুল, সন্ধি এবং রাজধানীর বুকে। বাংলা ও উর্দু মিলিয়ে তিনি প্রায় ১৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করে তিনি আবারও দর্শকহৃদয়ে নাড়া দেন। এটিই ছিল পর্দায় তার শেষ উপস্থিতি।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন