খেলাধুলা, ক্রিকেট

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২৫:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ সাত বছর পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইংলিশরা।

আগামী ১ ও ৩ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। এ ছাড়া ৬ মার্চ চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

অন্যদিকে একই ভেন্যুতে ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি। এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মাঠে গড়াবে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে। ইতোমধ্যে উভয় দলই দল ঘোষণা করেছে। তবে টাইগাররা এখনও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দেয়নি।

আরও পড়ুন