টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি।
বুধবার (১৩ই আগস্ট) ভোর থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়, যা নগরবাসীর মনে এনে দিয়েছে স্বস্তি। সকাল থেকে মিরপুর, উত্তরা, বারিধারা, শ্যামলী ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় শীতল বাতাসের সাথে হালকা বৃষ্টি হয়েছে। আকাশ কালো মেঘে ঢাকা থাকায় দিনের বাকি সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের মঙ্গলবার রাতের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
ডিবিসি/এনএসএফ