আবহাওয়া, বাংলাদেশ

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশালসহ মোট ৭ অঞ্চলের নদীবন্দরে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৪শে আগস্ট) সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ফলে হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

দেশের নদীবন্দরগুলোর জন্য আলাদা সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন