বাংলাদেশ, রাজধানী

ঢাকার আকাশ প্রতিরক্ষায় বিমানঘাঁটি অপরিহার্য: বিমানবাহিনী

ডিবিসি ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৫:২৫:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকার আকাশ প্রতিরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিমানঘাঁটি অপরিহার্য বলে জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

সোমবার (২৮শে জুলাই) তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমানবাহিনীর এয়ার কমডোর শহিদুল ইসলাম।

 

এদিন দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটির পুরাতন পিএসসি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এয়ার কমডোর শহিদুল ইসলাম বলেন, "যুদ্ধবিমান পরিচালনার জন্য বিশাল জায়গা প্রয়োজন। পাশাপাশি রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেও এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশের রাজধানীতেই এমন ঘাঁটি রয়েছে।" তিনি জানান, ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে না।

 

সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর জরুরি সমন্বয়ক কেন্দ্রের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এয়ার কমডোর মো. মিজানুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে বিমানবাহিনী থাকবে এবং তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

 

দুর্ঘটনার সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিস্তারিত তদন্ত করে দেখবে। তবে তিনি নিশ্চিত করেন, "শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ ছিল।"
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন