রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ই ডিসেম্বর) ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- পরিবারের প্রধান মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), সন্তান আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), এবং শিশু ইভা (৬)।
আহতদের স্বজনরা জানান, শনিবার ভোরের দিকে বাসায় হঠাৎ গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের ছয়জনই দগ্ধ হন। খবর পেয়ে তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বর্তমানে দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং স্বজনদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দগ্ধের সঠিক পরিমাণ জানা যায়নি। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডিবিসি/এসএফএল