বাংলাদেশ, জাতীয়, অপরাধ, রাজধানী

ঢাকার পরিবেশ রক্ষায় হাইকোর্টের ৯টি নির্দেশনা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২০ ০৪:২৩:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার পরিবেশ রক্ষায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে তলব করেছে হাইকোর্ট।২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বায়ু দূষণ রোধে বিশেষজ্ঞ কমিটি গঠন করে, একটি গাইডলাইন তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বায়ু দূষণ রোধে একটি রিট আবেদনের ওপর দেয়া নির্দেশ অনুযায়ী হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে ঢাকার দুই সিটি করপোরেশন।বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ প্রতিবেদনের ওপর শুনানি করে নয়টি নির্দেশনা দেয়।

এসময় ঢাকাসহ আশপাশের জেলার সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়। অতিরিক্ত কালো ধোঁয়া বের হয়, এমন যানবাহন জব্দের নির্দেশও দেয়া হয়। একইসঙ্গে উন্নয়ন প্রকল্পে পরিবেশ দূষণ রোধে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার যেসব যায়গায় অবৈধভাবে টায়ার পোড়ানো হয়, সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পক্ষের আইনজীবী সাঈদ আহমদ রাজা বলেন,

বাংলাদেশের পরিবেশ নির্মল রাখতে বিশ্বব্যাংকের দেয়া ৩০০ কোটির টাকা ব্যয়ের তথ্য জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, এ বিষয়ে মার্চের প্রথম সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।  

 

 

 

আরও পড়ুন