আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের মাঠের অনুশীলন ঢাকা থেকে সরিয়ে চট্টগ্রাম অথবা সিলেটে আয়োজনের পরিকল্পনা করছে।
তবে ফিটনেস ট্রেনিং ঢাকায়ই অনুষ্ঠিত হবে। একই সাথে, দলের জন্য একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একজন মনোবিদও নিয়োগ দেওয়া হবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, নাজমুল আবেদীন ফাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। আগামী ৬ই আগস্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ঢাকায় ফিটনেস ক্যাম্প শুরু হবে। এর কয়েকদিন পর ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা।
নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠের অনুশীলনের জন্য সিলেট বা চট্টগ্রামকে বেছে নেওয়া হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের চ্যালেঞ্জ মোকাবেলায় দুই-একদিনের মধ্যেই পাওয়ার হিটিং কোচ চূড়ান্ত করা হবে। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে মনোবিদ নিয়োগের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে বোর্ড।
অতীতের বড় টুর্নামেন্টগুলোর আগে নানা সমস্যার সম্মুখীন হলেও, এবার একটি গোছানো দল নিয়ে সেরা পারফরম্যান্সের প্রত্যাশা করছে বিসিবি।
ডিবিসি/এএমটি