তীব্র দূষণে ধুঁকতে থাকা মেগাসিটি ঢাকার বাসিন্দাদের জন্য আজ সোমবার সকালটি কিছুটা হলেও স্বস্তির। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীর বাতাস বেশ সহনীয় পর্যায়ে রয়েছে এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান বেশ পেছনে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে আজ সকাল ৯টায় প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র ৫৫ একিউআই (AQI) স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৬০তম অবস্থানে রয়েছে। এই স্কোর বাতাসের ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মান নির্দেশ করে।
তবে একই সময়ে তালিকার শীর্ষে উঠে এসেছে জেরুজালেম। শহরটির বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ২৩২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় এবং সেখানকার নাগরিকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং ইরাকের রাজধানী বাগদাদ। উভয় শহরের স্কোর ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ অর্ন্তভুক্ত।
ডিবিসি/এমইউএ