সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে, যার ফলে এরই মধ্যে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে শনিবার (২৬শে জুলাই) রাতের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুকের মতে, শনিবার রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, স্থল নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় ১৫টি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
ডিবিসি/আরএসএল