আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস অধিদপ্তর।
মঙ্গলবার (৫ই আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের সাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, নেয়াখালী, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫-৬০কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডিবিসি/এমইউএ