আজ (শুক্রবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। চার দলের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক বাংলাদেশ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
এশিয়া কাপে কোয়ালিফাই করা বাংলাদেশ দলের ৭ জন ফুটবলার এই অনূর্ধ্ব-২০ দলে রয়েছেন। ভারত টুর্নামেন্টে অংশ না নেওয়ায় আসরে বাংলাদেশকেই ফেভারিট মানা হচ্ছে। এমনকি শ্রীলঙ্কাও স্বাগতিকদের এগিয়ে রাখছে।
ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে পিটার বাটলারের দল জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই আসরের শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে বাংলাদেশ।
দলের অধিনায়ক আফঈদা খন্দকার বয়সভিত্তিক এই টুর্নামেন্টকে মোটেও ছোট করে দেখছেন না। টুর্নামেন্টের অন্য দুটি দল হলো ভুটান ও নেপাল।
ডিবিসি/এমইউএ