খেলাধুলা, ফুটবল

ঢাকায় পৌঁছে বার বার 'বাজপাখি’ নামটি মুখস্ত করতে থাকলেন মার্টিনেজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ৩রা জুলাই ২০২৩ ০৪:৫৭:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তার এই বাংলাদেশ সফর। ঢাকায় পৌঁছে বার বার 'বাজপাখি’ নামটি মুখস্ত করার চেষ্টা করছিলেন  বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।

কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি। সব মিলিয়ে তার ভ্রমণ ঘণ্টা ৩০ এর বেশি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য ছিল কড়া নিরাপত্তা।

বাংলাদেশের এই সংক্ষিপ্ত সফরে আগেই জানা ছিল, সাধারণ সমর্থকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নেই। তাই বিমানবন্দরে দেখা মেলেনি আর্জেন্টিনার পার ভক্তদেরও।

মার্টিনেজের বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। ফান্ডেড নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে হোটেলে প্রাণবন্ত সময় কাটাতে দেখা যায় বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। এ সময় তার হাতে এক ভক্তের চিঠিও পৌঁছায়। যেখানে মার্টিনেজকে জিজ্ঞেস করা হয়েছিল, তার পছন্দের রং কি? মার্টিনেজ উত্তরে বলেছে, ‘নীল এবং সাদা।’

ফান্ডেড নেক্সটের গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’

ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’  সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

জানা গেছে, কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট’র কার্যালয়ে যাবেন মার্টিনেজ। সেখানে ঘণ্টাখানেক সময় দেবেন। তার আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দুপুর ২টায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে। ১১ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের নায়ক।

আরও পড়ুন