বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

ঢাকায় বসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না: চট্টগ্রামে আমীর খসরু

সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ১০:৩৯:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "ঢাকা শহরে চেয়ার-টেবিলে বসে কেউ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তন করবে নির্বাচিত প্রতিনিধিরা।"

রবিবার (১৩ই জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়।

 

আমীর খসরু বলেন, "যারা তারেক রহমান ও জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে পদদলিত করছে, বক্তব্যের মাধ্যমে তাদের ছোট করছেন, তাদের এই রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ চায়, সহনশীলতার রাজনীতি চায়।"

 

তিনি আরও বলেন, যারা রাজনীতিকে কলুষিত এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও তিনি মন্তব্য করেন। স্মরণ সভায় বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন