রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (২৬শে জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দিনের প্রথম ভাগে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের অনুভূতি কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দেশব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (২৬শে জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ফলে, ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়ে দেশবাসী কিছুটা স্বস্তিদায়ক একটি দিন উপভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
ডিবিসি/এএমটি