রাজধানী ঢাকায় যানজটের কারণে প্রতিদিন ১৪০ কোটি টাকার সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এই ভয়াবহ তথ্য উঠে আসে। বক্তারা বলেন, বহু মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও ঢাকার রাস্তার যানজট কমানো সম্ভব হয়নি।
রাজধানীর মতিঝিলে আয়োজিত ওই সেমিনারে ব্যবসায়ী নেতারা পাঁচ দশকেও ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের মোট আয়তনের মাত্র ১ শতাংশ জায়গায় প্রায় ২৫ শতাংশ মানুষ, অর্থাৎ সাড়ে ৪ কোটি মানুষ ঢাকা জেলায় বসবাস করে। এই বিপুল জনসংখ্যার চাপ সামলানোর মতো প্রয়োজনীয় অবকাঠামো ঢাকায় নেই।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবীব এবং পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হকের মতো গবেষকরা অভিযোগ করেন, সরকার সব সময় বাসযোগ্য ঢাকা গড়ার চটকদার রাজনৈতিক বক্তব্য দিলেও তা কখনো বাস্তবে আলোর মুখ দেখে না।
তবে ব্যবসায়ীরা যখন ঢাকাকে বাসযোগ্য করার দাবি তুলছিলেন, তখন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উল্টো পরিবেশ দূষণের জন্য ব্যবসায়ীদেরই দায়ী করেন। তিনি অভিযোগ করেন, "ঢাকার নদী, পানি, বায়ুসহ পরিবেশ নষ্ট করছেন ব্যবসায়ীরাও।" তিনি আরও জানান, সরকার ঢাকার চারটি নদীকে দখল ও দূষণমুক্ত করার জন্য চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ জন্য তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
ডিবিসি/এএমটি