বাংলাদেশ, রাজধানী

ঢাকায় ১ কোটিরও বেশি মানুষ শক্তিশালী কম্পন অনুভব করেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার (২১শে নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে রাজধানী ঢাকার ১ কোটিরও বেশি মানুষ শক্তিশালী কম্পন অনুভব করেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় প্রায় ৩ লাখ মানুষ উচ্চ শক্তিশালী মাত্রার কম্পন অনুভব করেছেন।

সংস্থাটি আরও জানায়, এই ভূমিকম্পে দেশের ৭ কোটির বেশি মানুষ মৃদু ভূকম্পন অনুভব করেছেন এবং হালকা ঝাঁকুনি পেয়েছেন আরও প্রায় পৌনে ৭ কোটি মানুষ। ঝুঁকির মাত্রা বিবেচনায় ইউএসজিএস এই ভূমিকম্পকে 'কমলা' শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে। তবে অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি অনুযায়ী এটিকে 'হলুদ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

 

ইউএসজিএস এর বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চল সাধারণত ভূমিকম্পপ্রবণ হলেও কেন্দ্রীয় অঞ্চল তুলনামূলকভাবে শান্ত থাকে।

 

তবে ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ঢাকার ২৫০ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে দুটির মাত্রা ছিল ৬।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন