বাংলাদেশ, রাজধানী

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর চকবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২২শে নভেম্বর) রাতে ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে আহত অবস্থায় সাত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

 

আহতরা হলেন- সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। চিকিৎসকরা জানান, তাদের সবার মাথায় আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে।

 

চকবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামের একটি সংগঠনের মিলাদ মাহফিলে একটি পক্ষকে দাওয়াত না দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত। এর জেরে ক্ষুব্ধ পক্ষটি ক্যাম্পাসের একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। পরে উত্তেজনা বাড়লে মাদ্রাসার অস্থায়ী আদালত এলাকা থেকে রড সংগ্রহ করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সাত জনই ছাত্র এবং তাদের চিকিৎসা চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন