বাংলাদেশ

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে ঢাকা-করাচি রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট যাত্রা শুরু করেছে। আপাতত সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। এর মাধ্যমে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি সাশ্রয় হবে অর্থ ও সময়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি রাত ৮টায় ছেড়ে রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি করাচি থেকে রাত ১২টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ১৪৭১ মাইল দূরত্বের এই পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা, যা আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট ব্যবহার করে দীর্ঘ সময় লাগত। এই রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

 

সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের খরচেও বড় ধরনের স্বস্তি মিলবে। আগে ট্রানজিট হাব ঘুরে যাতায়াত করতে যে অতিরিক্ত ব্যয় হতো, তা এখন অনেকটাই কমে যাবে। নতুন ভাড়ায় যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় রাউন্ড ট্রিপ সম্পন্ন করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম। নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে এই রুটে ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, যাত্রীদের মধ্যে এই রুট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রথম ফ্লাইটের সব টিকিট এবং দ্বিতীয় ফ্লাইটের ৮০ শতাংশেরও বেশি আসন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ট্রানজিট ঝামেলামুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মনে করেন, এই রুট পুনরায় চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। এছাড়া দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধিসহ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন